Sunday, December 4, 2016

সৌদি আরবে ‘নিষিদ্ধ’ ৫০ নাম

সৌদি আরবে নিষিদ্ধ৫০ নাম
Huzurbari.blogspot.com
ধরা যাক, আপনার নাম লিন্ডা, আমির কিংবা নবী। তাহলে সৌদি আরবে কেউ আপনাকে এই নামে ডাকতে পারবে না। কারণ এসব নাম দেশটিতে নিষিদ্ধ।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রীতিমতো প্রজ্ঞাপনের মাধ্যমে ৫০টি নামের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। আর এর ফলে এসব নাম কেউ তাঁদের পরিবারের কোনো সদস্যের জন্য রাখতে পারবেন না। আগে থেকে এসব নাম রেখে থাকলেও আর সেই নামে ডাকা যাবে না।
গালফ নিউজ জানিয়েছে, দেশটির নাগরিক বিষয়ক বিভাগ থেকে নিষিদ্ধ ঘোষিত এই ৫০টি নামের তালিকাও প্রকাশ করা হয়েছে।
বেঞ্জামিন নামটিকে আরবিতে উচ্চারণ করা হয় বেনিয়ামিন। ইসলাম ধর্মের নবী