Tuesday, November 8, 2016

ভাল নামের সুফল ও মন্দ নামের কুফল

ভাল নামের সুফলt
Huzurbari.blogspot.com
মানব জীবনে তার নাম ও নামের অর্থ গভীরভাবে প্রভাব বিস্তার করে। ভাল নামের বদৌলতে অনেক সময় মানুষের চরিত্র, চালচলন ও আচার-ব্যবহার হয় উন্নত এবং জীবন হয় সুন্দর। নাম সুন্দর ও অর্থবহ হলে কেউ যদি কাউকে তার নাম জিজ্ঞেস করে তখন সে জোরে তার নামটি বলতে লজ্জাবোধ করে না; বরং সে মনে আনন্দ পায়। অন্যদিকে কেউ যদি কাউকে ভাল নামে ডাকে, তাহলে তার সে ডাকটিও হয়তো দোয়ায় পরিণত হয়ে যেতে পারে। যেমন কেউ যদি কাউকে নাম নিয়ে ডাক দেয় “ওহে খাদিমুল ইসলাম। অর্থাৎ হে ইসলামের সেবক এবং এ নামে যদি বারবার ডাকে, তাহলে এরই বিনিময়ে আল্লাহর মেহেরবানীত হয়তো একদিন সে সত্যিই ইসলামের একজন সেবক হয়ে যেতে পারে।
মন্দ নামের কুফলt
Huzurbari.blogspot.com
পূর্বেই বলা হয়েছে, মানব জীবনে নাম ও নামের অর্থ গভীরভাবে প্রভাব বিস্তার করে। তাই একদিকে যেমন ভাল নাম জীবনকে যেমন সুন্দর করে, অন্যদিকে খারাপ নাম মানব জীবনে অনেক ক্ষেত্রে বয়ে আনে দুঃখ, দুর্দশা ও অশুভ পরিনতি। নাম অসুন্দর ও খারাপ অর্থের হলে তা কারো নিকট বলতেও নামধারী লোক লজ্জাবোধ করে। মন্দ নাম যে মানব জীবনে করুণ পরিণতি ডেকে আনে এর একটি বাস্তব ঘটনা হলোঃ
উহুদের যুদ্ধে বিশ্বনবী (সাঃ)-এর চাচা

হযরত হামযা (রাঃ) শহীদ হয়েছিলেন ওয়াহ্শী নামক এক নিগ্রো ক্রীতদাসের হাতে। ওয়াহ্শী অর্থ হচ্ছে অসভ্য, বর্বর। তার নামটি যেমন ঘৃণ্য, তদরূপ তার কাজও ছিল ঘৃণ্য। মক্কা বিজয়ের পর তিনি মুসলমান ইসলাম গ্রহণ করায় আল্লাহর রাসূল (সাঃ) তাকে ক্ষমা করে দিয়েছিলেন বটে; কিন্তু বলে দিয়েছিলেন, তুমি আমার চোখের সামনে আসবে না। কারণ তোমাকে দেখলে আমার প্রাণপ্রিয় চাচা হামযার কথা মনে পড়ে যায়। ওয়াহ্শী কোন দিন রাসূলুল্লাহ (সাঃ)-এর চোখের সামনে আসতেন না। কিন্তু ইসলাম কবুল করার পর অনুতপ্ত হয়ে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে, তিনি এমন কিছু কাজ করবেন যা তার পূর্বের কৃতকর্মের ক্ষতিপূরন হয়। আল্লাহ পাক তার অনুশোচনা ও প্রতিজ্ঞা কবুল করলেন। হযরত আবু বকর সিদ্দীক (রাঃ)-এর খিলাফতের সময় ইয়ামামার যুদ্ধে নবুয়্যতের মিথ্যা দাবীদার মুসাইলামাতুল কায্যাব-কে ওয়াহ্শী হত্যা করেছিলেন। জানা যায়, ওয়াহ্শী মন্তব্য করেছিলেন, ইসলাম কবুল করার পূর্বে আমার হাতে ইসলামের এক মহান বীর শহীদ হন, আর ইসলাম কবুল করার পর ইসলামের এক ঝঘন্যতম নিকৃষ্ট দুশমনকে হত্যা করে সে ক্ষতি পূরণ রারা চেষ্ট করলাম।

এ ঘটনা থেকে বুঝা যায় যে, মন্দ নাম মানুষের চালচলন, কথাবার্তা, চরিত্র ও জীবনের উপর মন্দ প্রভাব ফেলে।

No comments:

Post a Comment