আল্লাহ তায়ালার নিকট সবচেয়ে পছন্দনীয় নাম ঃ
Huzurbari.blogspot.com
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং তিনি সুন্দরকে ভালবাসেন।” (সহীহ বুখারী ও মুসলিম)
নামের ক্ষেত্রে আল্লাহ তায়ালার নিকট সবচেয়ে সুন্দর ও পছন্দনীয় নাম হচ্ছে
আল্লাহ তায়ালার নামের সাথে আবদ (বান্দা, দাস, গোলাম) সংযুক্ত নাম। যেমন - আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহীম, আব্দুল কাদির, আব্দুল মালিক ইত্যাদী। হাদীস শরীফে আছে, হযরত ইবনে ওমর (রাঃ) থেকে বর্ণিত রাসূলুল্লাহ (সাঃ)বলেছেন, “নিশ্চয়ই মহিমান্বিত ও সম্মানিত আল্লাহর নিকট তোমাদের নামগুলোর মধ্যে প্রিয়তম হলোঃ আব্দুল্লাহ ও আব্দুর রহমান।”(সহীহ মুসলিম, তিরমিযি,আবু দাউদ)
হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, “আল্লাহ তায়ালার নিরানব্বই- এক কম একশতটি (প্রসিদ্ধ গুণবাচক)নাম রয়েছে।যে তা মুখস্ত(স্মরণ)করবে সে জান্নাতে প্রবেশ করবে।(সহীহ বুখারী, মুসলিম, তিরমিযি ও ইবনে মাযাহ)
Nice post.
ReplyDelete