কতিপয় শিরক ও অপবিত্রকর নামঃ
Huzurbari.blogspot.com
গায়রুল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কোন ব্যক্তি, প্রানী বা বস্তুর নামের সাথে "আবদ' (গোলাম/দাস/বান্দা) যুক্ত করে নামকরণ করা এক প্রকারের শিরক। কারন "আবদ' শব্দটি কেবল মাত্র আল্লাহ পাকের নামের সাথেই যুক্ত হতে পারে। দুনিয়ার সকল মানুষ কেবল মাত্র আল্লাহর’ই গোলাম, অন্য কারো নয়। যেমন আবদুশ শামস (সূর্যের বান্দা), আব্দুল আলী (আলীর বান্দা), বন্দে আলী (আলীর বান্দা), আবিদ আলী (আলীর ইবাদতকারী), আবদুন নবী (নবীর বান্দা), ইত্যাদি।
অন্যদিকে হযরত মুহা¤মদ (সাঃ) এর নামের সাথে ও "আবদ' (গোলাম/বান্দা/দাস) ইত্যাদি সংযুক্ত করে নাম করা শিরক। যেমন আবদুন নবী (নবীর বান্দা), গোলাম মুস্তফা (মুস্তফার গোলাম), গোলাম মুহাম্দম (মুহাম্মদের গোলাম) গোলাম (আলীর গোলাম), নূর নবী (নবীর জ্যোতি) ইত্যাদি।
No comments:
Post a Comment