শিশুদের একাধিক নামকরণ করা যায় কিনা ঃ
Huzurbari.blogspot.com
নাম করণের ক্ষেত্রে মানুষের নাম একটিই থাকতে হবে, নাকি একাধিক হতে পারে? পবিত্র কোরআনে আমরা দেখতে পাই, আল্লাহ পাকের একাধিক গুণবাচক নাম রয়েছে। আল্লাহ পাক নিজেই বলেছেন, وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ فَادْعُوهُ بِهَا “আল্লাহর অনেক সুন্দর (গুণবাচক) নাম রয়েছে, তোমরা সে নামগুলোতে তাঁকে ডাকো। (সূরা আরাফ, আয়াত-১৮০)
আল্লাহর রাসূল মুহাম্মদ (সাঃ) এরও একাধিক নাম রয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ পাক তার হাবীব মুহাম্মদ (সাঃ) কে বিভিন্ন সময়ে বিভিন্ন
গুণবাচক নামে সম্বোধন করেছেন। যেমনঃ আহমদ, মবাশ্শির, ময্যাম্মিল, মুদ্দাস্সির ইত্যাদি।
পবিত্র কোরআন ও বিভিন্ন সূরারও রয়েছে একের অধিক নাম। যেমনঃ ফুরক্বান, হুদা, বায়্যিনাহ। সূরা ফাতিহাকে বলা হয় সূরা শিফা, দু’আ ইত্যাদি।
সুতরাং মানুষের নামের ক্ষেত্রেও একাধিক নাম হওয়া অস্বাভাবিক কিছু নয়। বিভিন্ন কারণে, বিভিন্ন সময়ে, বিভিন্ন পরিবেশে, বিভিন্ন অবদানের কারণে কোন মানুষ বা সত্তার গুণগত বৈচিত্রে, সুকীর্তির মহিমায় এবং বৈশিষ্ট্যের উৎকর্ষতায় বিভিন্ন উপাধিতে ভূষিত হতে পারে। কাজেই একই ব্যক্তির একাধিক নাম হতে পারে, এতে আপত্তি থাকার কিছু নেই।
সনাক্তকরণই যদি নামকরণের উদ্দেশ্য হয় তবে একটা নামই যথেষ্ট; বরং তাই উত্তম। তবে কোন শিশুর একের অধিক নাম রাখা যেতে পারে কিন্তু শর্ত হলো আসল এবং ডাক নাম উভয়টিই অর্থবহ ইসলামী ভাবধারা সম্পন্ন ভালো ও সন্দুর নাম হতে হবে যা তাওহীদবাদের সাক্ষ্য বহন করে। তবে সচরাচর একাধিক নামের লোকদের নাম নিয়ে প্রায়ই বিড়ম্বনার শিকার হতে হয়। এই বিষয়টি ভেবে দেখা একান্ত দরকার।
No comments:
Post a Comment