Tuesday, November 8, 2016

সন্তানের নামকরণের সময়কাল

সন্তানের নামকরণের সময়কাল
Huzurbari.blogspot.com
সন্তান জন্মের সপ্তম দিনে অথবা এর পূর্বে যে কোন দিন শিশুর নামকরণ করা যায়। এ ব্যাপারে শরীয়তের হুকুম প্রসারিত। এমনকি কোন কারণে তিন বা সাত দিনে শিশুর নামকরণ করা না হলে পরেও করা জায়েয। এতে ইসলামী শরীয়ায় কোন বাঁধা-নিষেধ নেই বলে কেউ কেউ মত প্রকাশ করেছেন। তবে বিলম্ব না করে জন্মের পর পরই তাড়াতাড়ি নামকরণ করা সুন্নত বা উত্তম। এতে তাকে শনাক্তকরণে বা চিহ্নিতকরণে সুবিধা হয় । হযরত আয়েশা (রাঃ) হতে বর্ণিত আছে,
عقَّ رسولُ الله (ص) عنِ الْحَسَنِ والْحُسَيْنِ يوْمَ السَّابِعِ وسَمَّاهُمَا
রাসূলুল্লাহ (সাঃ) হযরত হাসান (রাঃ) ও হোসাইনের (রাঃ) আকীকা করলেন জন্মের সপ্তম দিনে এবং তাদের দুই জনের নাম রাখলেন। (ইবনে হাব্বান ও আল মুস্তাদরাকে হাকিম।)
হযরত আমর ইবনে শুয়াইব তার পিতা হতে- তার দাদা
হতে র্বণনা করনে,
اَمَرَنِيْ رسولُ الله (ص) بِتَسْمِيَةِ الْمَوْلُوْدِ لِسَابِعِهِ-
রাসূলুল্লাহ (সাঃ) আমাকে সন্তান জন্মের সপ্তম দিনে তার নামকরণ করতে আদেশ দিয়েছেন। (তিরমিযী)

হযরত আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,
اِذْ كانَ يوْمُ السَّابِعِ لِلْمَوْلُوْدِ فَانْهِرُوْا عَنْهُ دَمًا وَاَمِيْطُوْا عَنْهُ الْاَذَي وَسَمُّوْهُ-
সন্তানের জন্মের সপ্তম দিনে তার নামে রক্ত প্রবাহিত কর, তার শরীরের ময়লা দূর কর এবং তার নামকরণ কর। (দারা কুতনী ফিল আওসাত)
عن ابي موسي (رض) قال وُلِدَ لِيْ غُلَاْمٌ فَاَتَيْتُ بِهِ النَّبِيَّ (ص) فَسَمَّاْهُ اِبْرَاهِيْمَ فَحَنَكَهُ بِتَمَرَةٍ وَدَعَاْلَهُ بِالْبَرْكَةِ وَدَفَغَهُ اِلَيَّ وكان اكْبَرُ وَلَدِ اَبِيْ مُوْسَي-
হযরত আবু মূসা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলে আমি তাকে সঙ্গে করে রাসূলুল্লাহ (সাঃ) এর নিকট উপস্থিত হলাম। তিনি তার নাম রাখলেন ইবরাহীম এবং একটি খেজুর দিয়ে তিনি তার তাহনিক করলেন। আর তার জন্যে বরকতের দোয়া করলেন। অতপর তাকে আমার কোলে ফিরিয়ে দিলেন। ইবরাহীম ছিল হযরত আবু মূসা (রাঃ) এর বড় সন্তান। (সহীহ বুখারী ও মুসলিম)

No comments:

Post a Comment