Tuesday, November 8, 2016

ইসলামে শিশুর নামকরণের গুরুত্ব



Huzurbari.blogspot.com
ইসলামে নামকরণের গুরুত্ব অপরিসীম। যে কোন জিনিসকেই চিহ্নিতকরণ বা শনাক্তকরণের জন্যে এর নামকরণ করা হয় থাকে। কিন্তু চিহ্নিতকরণ বা শনাক্তকরনেই নামকরণের আসল বা একমাত্র উদ্দেশ্য নয়; বরং ইসলামী ভাবধারা সম্বলিত নামকরণ হচ্ছে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ইসলামে নামকরণ এতই গুরুত্বপূর্ণ যে, হযরত আদম (আঃ) কে সৃষ্টি করার পর অল্লাহ তায়ালা সর্বপ্রথম তাঁকে বিভিন্ন জিনিসের নাম শিক্ষা দিয়ে বলেন,-
وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَٰؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ -قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا ۖ إِنَّكَ أَنتَ الْعَلِيمُ الْحَكِيمُ
আর আল্লাহ তা’আলা শিখালেন আদমকে সমস্ত বস্তু-সামগ্রীর নাম। তারপর সে সমস্ত বস্তু-সামগ্রীকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। অতঃপর বললেন, আমাকে তোমরা এগুলোর নাম বলে দাও, যদি তোমরা সত্য হয়ে থাক। তারা বলল, তুমি পবিত্র! আমরা কোন কিছুই জানি না, তবে তুমি যা আমাদিগকে শিখিয়েছ (সেগুলো ব্যতীত) নিশ্চয় তুমিই প্রকৃত জ্ঞানসম্পন্ন, হেকমতওয়ালা।(সূরা আল বাক্বারা, আয়াত- ৩১,৩২)
পবিত্র কোরআনে সর্বপ্রথম
যে আয়াতটি নাযিল করা হয়েছে, সেখানেও আল্লাহ তায়ালা নামের ওপর গুরুত্ব দিয়েছেন। বলা হয়েছে,-اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ   
পাঠ করুন ! আপনার পালনকর্তর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। (সূরা আলাক্ব, আয়াত-১)
নামকরণের মূল উদ্দেশ্য যদি কেবলমাত্র শনাক্তকরণই হত, তাহলে সন্তান ভূমিষ্ঠ হবার পর পিতা-মাতা হয়তো সন্তানকে চিহ্নিত বা শনাক্তকরণের জন্যে ১,২,৩ বা অন্য কোন সাংকেতিক চিহ্ন ব্যবহার করতেন এবং সে অংক সংখ্যা বা চিহ্ন দিয়ই েসন্তানকে ডাকতেন, আর ভাল নামকরণের জন্যে পিতা-মাতা পেরেশানী ভোগ করতেন না। অন্যদিকে নামকরণের দ্বারা অনেক ক্ষেত্রে মানুষের চিন্তা, চেতনা ও মানসিকতারও উন্নতি ঘটে। তাই সন্তানের নামকরণ যেমন উত্তম হতে হবে, তেমনি তা হতে হবে ইসলামী ভাবধারায় পরিপূর্ণ, যাতে নামের দ্বারাই বুঝা যায় যে, লোকটি মুসলমান।

1 comment: